Header Ads


শ্রীরুদ্রাষ্টকম্ ৷৷ বাংলা অর্থ সহ

শ্রীরুদ্রাষ্টকম হল একটি প্রাচীন সংস্কৃত শ্লোকমালা, যা শ্রীশঙ্করাচার্য্য দ্বারা রচিত হয়েছে। শ্রীশঙ্করাচার্য্য হলেন হিন্দুধর্মের প্রমুখ আচার্য এবং ভারতীয় দার্শনিক, যিনি ৮শ শতকে জন্মগ্রহণ করেন। তিনি বৈদান্তিক সিদ্ধান্তের প্রতিপাদক হিসেবে পরিচিত ছিলেন।
শ্রীরুদ্রাষ্টকম একটি ভক্তিমূলক স্তোত্র, যা শিবকে সমর্পিত করা হয়েছে। এই শ্লোকমালায় সংযুক্ত আটটি শ্লোক রয়েছে, যা বিভিন্ন ভাষ্যকারদের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে।
শ্রীরুদ্রাষ্টকমে শিব বর্ণিত হয়েছে অসম্ভব প্রকৃতির একটি দেবতা হিসেবে, যিনি অমর এবং পরমেশ্বর। এই কাব্যে শ্রীশঙ্করাচার্য্য শিবের মহিমা, প্রভাব এবং অপার ক্ষমতা বর্ণনা করেন। এছাড়াও শ্রীরুদ্রাষ্টকমে প্রত্যেক শ্লোকে মহা শিবতত্ত্ব বর্ণিত হয়েছে এবং শিবের প্রভাবের মাধ্যমে মানব বিশ্বের বিকাশ এবং উন্নতি প্রশংসা করা হয়েছে।
শ্রীরুদ্রাষ্টকম হিন্দু ধর্মের অন্যতম প্রমুখ স্তোত্র হিসেবে বিবেচিত হয়ে আসে। এটি শিবের ভক্তি ও পূজার একটি উত্তম উপদেশ, শিব ভক্তিমূলক মনস্তাত্ত্বিক এবং ধর্মীয় জীবনের উদ্দীপনা দেয়। এটি শিবের মহিমা ও প্রভাবকে আমাদের সকলের মনে তুলে ধরে ।
এই রুদ্রাষ্টকম পাঠ করলে ভগবান শিবের অপার কৃপা লাভ করা সম্ভব।


শ্রীরুদ্রাষ্টকম্

শিব রুদ্রাষ্টকমে শিবের রূপ ও শক্তির বর্ণনা পাওয়া যায়। শাস্ত্র মতে শ্রী রাম লঙ্কায় জয় লাভ করার আগে শিব রুদ্রাষ্টকম পাঠ করেছিলেন। রামেশ্বরমের শিবলিঙ্গ স্থাপন করার পর এই স্তোত্র পাঠ করেন রাম। শিব রুদ্রাষ্টকম পাঠ জপ করলে শত্রুদের বিরুদ্ধে যে কোনও যুদ্ধে জয়লাভ করতে পারবেন। এর পাশাপাশি জীবনে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। শিব রুদ্রাষ্টকম স্তোত্রটি এখানে দেওয়া হল।


Benefits Of Shiv Rudrashtakam Stotra: শিবের বিভিন্ন মন্ত্র ও স্তোত্রের মধ্যে অন্যতম হল শিব রুদ্রাষ্টকম স্তোত্র। এই স্তোত্র পাঠ করলে শত্রুদের পরাজিত করতে পারেন। এর পাশাপাশি সমস্ত ধরনের সুখ, সুবিধা ও সমৃদ্ধি লাভ সম্ভব।


শ্রী শিব রুদ্রাষ্টকম



নমামীশমীশান নির্বাণরূপম্ বিভুম্ ব‍্যাপকম্ ব্রহ্মবেদস্বরূপম্।

নিজম্ নির্গুণং নির্বিকল্পম্ নিরীহম্ চিদাকাশমাকাশবাসং ভজেহম্।।১



★সর্ব্বৈশ্বর্য্যসম্পন্ন ও মুক্তিস্বরুপ সর্ব্বেশ্বর মহাদেবকে প্রণাম । যিনি সর্ব্বব্যাপী ও সকলের বিভু অর্থাৎ পরম আশ্রয়স্বরুপ এবং যিনি স্বয়ং পরব্রহ্ম ও বেদস্বরুপ,জন্মাদিশূন্য গুণাতীত নির্ব্বিশেষ নিষ্ক্রিয় নিরাধার কিন্তু হৃদয়াকাশনিবাসী হইয়াও আকাশের ন্যায় সর্ব্বব্যাপী চৈতন্যরুপী শিবকে পরমাত্মারুপী ""আমি"" এর প্রণাম।১।

                                🪷🪷🪷

নিরাকারমৌকারমূলং তুরীয়ম্ গিরা ঘ‍্যান গোতীতমীশং গিরিশম্।

করালং মহাকাল কালং কৃপালং গুণাগার সংসারপারং নতোহম্।।২


★যিনি রুপাদিবর্জ্জিত নামরুপাদির কারণস্বরুপ তুরীয়ং অর্থাৎ ত্রিগুণাতীত ও পরম মোক্ষস্বরুপ হইয়াও জ্ঞানের অগোচর, বাক্যের অগোচর, ইন্দ্রিয়গণের অগোচর । যিনি কালের কাল মহাকালেরও অন্তকারী মহারুদ্র অথচ পরম কারুণিক। যিনি "গুণাগার" অর্থাৎ সমস্ত গুণের আধারস্বরুপ হইয়াও নির্গুণস্বরুপে সমগ্র সংসারের অতীত ভূমিতে অবস্থান করেন, পরব্রহ্মস্বরুপ সেই গিরীশকে আমি রুপী পরমাত্মার বারং বার প্রণাম।২।

                                🪷🪷🪷

বাংলা অর্থ সহ রূদ্রাষ্টকম্


श्री रुद्राष्टकम हिंदी अर्थ सहित | Rudrashtakam In Hindi


তুশারাদ্রি সংকাশ গৌরং গভীরং মনোভূত কোটিপ্রভা শ্রী শরীরম্।

স্ফুরন্মৌলি কল্লোলিনী চারূ গঙ্গা লসদ্ভালবালেন্দূ কন্ঠে ভূজঙ্গা।।৩



★যিনি তুষারমণ্ডিত গিরি শিখরের ন্যায় শ্বেতশুভ্র প্রশান্তমূর্তি, কোটিকন্দর্পের ন্যায় প্রভাদীপ্ত কলেবর এবং যাঁহার মস্তকে কলনাদিনী মনোহারিণী পূণ্যসলিলা গঙ্গা শোভা পাইতেছেন এবং যাঁহার ললাটে অর্ধচন্দ্র ও কণ্ঠে নাগরাজ শোভা পাইতেছে সেই দেবাদিদেব শঙ্করকে পরমাত্মারুপী "আমি"র বারং বার প্রণাম  ।৩।

                                🪷🪷🪷

চলৎকুণ্ডলং ভ্রুসূনেত্রং বিশালং প্রসন্নাননং নীলকন্ঠং দয়ালম্।

মৃগাধীশচর্মাম্বরং মুণ্ডমালং প্রিয়ং শংকরং সর্বনাথং ভজামি।।৪



★যাঁর শান্ত সৌম্য প্রাজ্ঞপ্রসন্ন মুখপদ্ম দোলায়মান কর্ণকুণ্ডলে এবং বিস্তৃত শুভ্রনেত্রে সুশোভিত, যাঁহার কণ্ঠদেশ সমুদ্রমন্থনে উত্থিত কালকূট বিষপানে নীলবর্ণ, যিনি পরম দয়ালু ও ব্যাঘ্রচর্ম্ম যাঁহার বস্ত্রস্বরুপ এবং মুণ্ডমালা যাঁহার গলদেশে শোভিত, সকলের প্রভু ও সকলের প্রিয় সেই পরব্রহ্মস্বরুপ আশুতোষ শঙ্করকে পরমাত্মারুপী "আমি"র বারং বার প্রণাম  ।৪.

                              🪷🪷🪷

প্রচণ্ডং প্রকৃষ্টং প্রগল্ভং পরেশং অখণ্ডং অজং ভানুকোটিপ্রকাশম্।

ত্রয়ঃ শুল নির্মুলনং শুলপাণিং ভজে অহং ভবাপতিং ভাবগম‍্যম।।৫



★আবার প্রলয়কালে রুদ্ররুপে তুমিই প্রচণ্ড ঊগ্রমূর্তি ও সর্ব্বশ্রেষ্ঠ ভয়ঙ্কররুপ ধারণ করো যিনি কোটিযূর্য্যের ন্যায় জাজ্জ্বল্যমান । ত্রিগুণরুপ শূল উন্মীলন দ্বারা ত্রিতাপ নাশকারী নিজবোধগম্য অখণ্ড পরব্রহ্মস্বরুপ ভবানীপতি শূলপাণিকে পরমাত্মারুপী "আমি"র বারং বার প্রণাম  ।৫.

                                🪷🪷🪷

Rudrastakam in Bengali


কলাতীত কল‍্যাণ কল্পান্তকারী সদা সজ্জনানন্দদাতা পূরারী।

চিদানন্দ সন্দোহ মোহাপহারী প্রসীদ প্রসীদ প্রভো মন্মথারী।।৬



★হে পরব্রহ্মন্, আপনি কলাতীত অর্থাৎ পূর্ণস্বরুপ তাই একাধারে মঙ্গলময় আবার অপরদিকে প্রলয়কারী, সেই আপনিই সদা সর্বদা সজ্জন মুমুক্ষু জীবের পুরঃ অর্থাৎ হৃদয়গুহানিবাসী পরমাত্মারুপে ব্রহ্মানন্দপ্রদান করিয়া থাকেন । তাই, অনন্তজ্ঞান ও আনন্দপ্রবাহ প্রাপ্তির প্রতিবন্ধক অজ্ঞাননাশকারী ও কন্দর্পনাশকারী হে প্রভো পরমাত্মারুপী "আমি"র প্রতি প্রসন্ন হউন ।৬.

                                🪷🪷🪷

Rudrashtakam meaning in bengali


ন যাবত উমানাথ পাদারবিন্দং ভজন্তীহ লোকে পরে বা নরাণাম।

ন তাবত সুখং শান্তি সন্তাপনাশং প্রসীদ প্রভো সর্বভূতাধিবাসম্।।৭



★হে পরব্রহ্মন্, আমি আজ ইহা বুঝিয়াছি যে, ইহলোকে মনুষ্যমধ্যে অথবা দেবাসুরমধ্যে কেহই যতদিন পর্যন্ত না উমানাথের পাদপদ্ম ভজনা করে, ততদিন পর্যন্ত তাহার সুখ শান্তি ও সন্তাপ অর্থাৎ ত্রিতাপের আত্যন্তিক নিবৃত্তি হয় না । তাই হে সর্ব্বভূতাধার পরব্রহ্ম পরমেশ্বর আশুতোষ পরমাত্মারুপী "আমি"র প্রতি প্রসন্ন হউন  ।৭.

                               🪷🪷🪷

ন জানামি যোগং জপং নৈব পূজাং নতোহম্ সদা সর্বদা শম্ভ তুভ‍্যম্।


জরা জন্ম দুঃখৌ তাতাপ‍্যমানং প্রভো পাহি আপন্নমামীশ শম্ভো।।৮



★হে নিরাকার নির্গুণ পরব্রহ্মের সগুণ সাকার সাক্ষাৎ চৈতন্যঘন প্রকাশ ! আমি এক অতি ক্ষুদ্র তুচ্ছ জীবমাত্র। হে পরম চৈতন্যময় আমি যোগ জানি না, জপ ও পূজাও জানি না, আমি সদা সর্ব্বদা সর্ব্ব অবস্থাতেই অখণ্ড চৈতন্যস্বরুপ আপনাতেই আত্মসমাহিত করি। হে মহেশ্বর, হে শম্ভো  !  জীবরুপে আমি বার বার জন্মমৃত্যুরুপ আবর্তচক্রে বিঘুর্ণিত ও নিষ্পেষিত। তাই, জরা(বার্ধক্য)ব্যাধি ও জন্মমৃত্যুজনিত দুঃখসমুহদ্বারা পুনঃ পুনঃ তাপিত পরমাত্মারুপী "আমি"কে ত্রিতাপ যন্ত্রণাভোগরুপ অপরাধ হইতে পরিত্রাণ করুন । হে প্রভু, পরব্রহ্মস্বরুপ আপনাকে আমি পুনরায় বারং বার প্রণাম করি  ।৮.


                             

রূদ্রাষ্টকমিদং প্রোক্তম্ বিপ্রেণ হরতোশ‍্যে ।

য়ে পঠন্তি নরা ভক্ত‍্যা তেশ্হাং শম্ভু প্রসীদতি।।


ইতি শ্রী গোস্বামী তুলসীদাস কৃতম্ শ্রী রূদ্রাষ্টকম্ সম্পূর্ণম্।।

                          🪷💐💐💐🪷




Tags:

      শ্রীরূদ্রাষ্টকম্ / Powerful Shiva Mantra, Shiv Rudrastakam | Shiva Rudrastakam Lyrics and Its Meaning, Shiva Rudrashtakam Mantra , Rudra Ashtakam - Bengali , Sri Rudrashtakam With Bengali Lyrics , নমামীশমীশান নির্বাণরূপম্ বিভুম্ ব‍্যাপকম্ ব্রহ্মবেদস্বরূপম্। शिव रुद्राष्टकम || Shiva Rudrastakam

💐💐💐💐💐

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.