Header Ads


আরতি সংগ্রহ, Aarti Sangrah, Aroti Sangraho


বাংলা আরতি হল সন্ধ্যা বেলার সময় অগ্রগামী বাংলা সংস্কৃতির অত্যন্ত সুন্দর একটি ধার্মিক প্রচলন। বাংলা আরতিগীতিতে ঈশ্বরকে মান্য করে তাঁর দিকে অর্পণ করা হয়। বাংলা আরতির মাধ্যমে ভগবানের প্রশংসা, শুভেচ্ছা এবং ভক্তির মন্ত্রগুলি ব্যক্ত করা হয়। বাংলা আরতি একটি ধ্যানাধারণ প্রক্রিয়া যার মাধ্যমে ভগবানের অগ্রগামী প্রশংসা ও মধুর ভক্তি করা হয়। বাংলা আরতি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের হিসাবে প্রচলিত যেখানে বাংলা ব্যক্তিরা ভগবানের প্রাণপ্রিয়ত্ব ব্যক্ত করে তাঁর পক্ষে অর্পণ করে এবং আরতির মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানায়। প্রতিটি বাংলা আরতির মাধ্যমে মূলত ভগবান কৃষ্ণ এবং মা দূর্গার প্রশংসা করা হয়।


Kitchen Best Deal// Best deals on PC Accessories

আরো জানতে এখানে ক্লিক করুন: অর্গলাস্তোত্রম্ ,   Shanti Mantra in Bengali ,   Rudrashtakam In Hindi ,   সূর্য দ্বাদশ নাম স্তোত্রম ,   বাংলা অর্থসহ শিবতান্ডব স্তোত্রম ,   Shreemad Bhagawat Geeta ,   গৌতম বুদ্ধের বাণী ও চিন্তাধারা (Gautam Buddha Bani and Thoughts In Bengali)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.