Header Ads


শ্রীতুলসী আরতি Tulshi Aarti

শ্রীতুলসী আরতি কীর্ত্তন


নমো নমঃ তুলসী! কৃষ্ণপ্রেয়সী!

রাধাকৃষ্ণ-সেবা পাব এই অভিলাষী।।

যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়,

কৃপা করি কর তারে বৃন্দাবন বাসী।

মোর এই অভিলাষ, বিলাষ-কুঞ্জে দিও বাস,

নয়নে হেরিব সদা যুগলরূপরাশি।।

এই নিবেদন ধর, সখীর অনুগত কর,

সেবা-অধিকার দিয়ে কর নিজ দাসী।

দীন কৃষ্ণদাসে কয়, এই যেন মোর হয়,

শ্রীরাধাগোবিন্দ-প্রেমে সদা যেন ভাসি।।



আরো জানতে এখানে ক্লিক করুন: শ্রীতুলসী আরতি ,   প্রাতঃস্মরণম্ ,   শ্রীশ্রী গীতা মাহাত্ম্য ,   Shrimad Bhagavad Gita in Hindi ,   বাংলা অর্থসহ শিবতান্ডব স্তোত্রম ,   মহিষাসুরমর্দিনী স্ত্রোত্র,   Youtube: Tulsi Aroti With Lyrics in Bengali

💐💐💐💐💐

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.