Header Ads


বাংলা অর্থসহ শান্তি মন্ত্র

বাংলা অর্থসহ শান্তি মন্ত্র


শান্তি শব্দের আসল অর্থ - বিঘ্নরহিত উদ্বেগ শূন্য আনন্দময় জীবন।বিঘ্ন তিন প্রকার- আধ্যাত্মিক বিঘ্ন শারীরিক ব্যাধি, মানসিক অস্থিরতা, অঙ্গহানি ইত্যাদি। আধিভৌতিক বিঘ্ন সাপে কামড়ানো, বাঘে ধরা ইত্যাদি। অধিদৈবিক বিঘ্ন প্লাবন, মহামারী, খরা ইত্যাদি। এই তিনরকম বিঘ্ন নাশ করতে শান্তিমন্ত্র পাঠ করা হয় এবং শেষে তিনবার 'ওঁ শান্তিঃ, ওঁ শান্তিঃ ,ওঁ শান্তিঃ' বলা হয়।


(1) ওঁ সহনাববতু , সহনৌ ভুনক্তু , সহ বীর্যং করবাবহৈ।

তেজস্বীনাবধীতমস্তু , মা বিদ্বিষাবহৈ ।।

ওঁ শান্তিঃ , ওঁ শান্তিঃ , ওঁ শান্তিঃ।।

( - তৈত্তিরীয় উপনিষদ্‌ ৩।১)

অর্থঃ (পরমাত্মা) আমাদের উভয়কে (আচার্য ও বিদ্যার্থী) সমভাবে রক্ষা করুন এবং উভয়কে তুল্যভাবে বিদ্যাফল দান করুন; আমরা যেন সমভাবে সামর্থ্য অর্জন করতে পারি; আমাদের উভয়েরই লব্ধবিদ্যা সফল হোক; আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। ওঁ আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক - এই ত্রিবিধ বিঘ্নের বিনাশ হোক।


(2) ওঁ পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে।

পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।।

ওঁ শান্তিঃ , ওঁ শান্তিঃ , ওঁ শান্তিঃ।।

( - ঈশোপনিষদ, শান্তিপাঠ)[৩]

অর্থাৎ, পরব্রহ্ম পূর্ণ, নামরূপ ব্রহ্মও পূর্ণ ;পূর্ণ থেকে পূর্ণ উদ্গত হন; পূর্ণের পূর্ণত্ব বিদ্যা সহায়ে গ্রহণ করলে পূর্ণই (পরব্রহ্মই) অবশিষ্ট থাকেন। ওঁ আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক - এই ত্রিবিধ বিঘ্নের বিনাশ হোক।


(3) ওঁ আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক্-প্রাণশ্চক্ষুঃ

শোত্রমথবলমিন্দ্রিয়ানি চ সর্বাণি।

সর্বং ব্রহ্মৌপনিষদং। মা অহং ব্রহ্ম

নিরাকুর্যাং, মা মা নিরাকরোৎ অনিরাকরণম্ অস্তু অনিরাকরণং মে অস্তু

তদাত্মনি নিরতে য উপনিষৎসু ধর্মাস্তে

ময়ি সন্তু তে ময়ি সন্তু।

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।।

( - কেন উপনিষদ্‌ ও ছান্দোগ্য উপনিষদ্‌, শান্তিপাঠ)[৪]

অর্থাৎ, আমার অঙ্গসমূহ, বাক, প্রাণ, চক্ষু, কর্ণ ও বল এবং ইন্দ্রিয়সকল পুষ্টিলাভ করুক। সমস্ত পদার্থ স্বরূপতঃ উপনিষৎপ্রতিপাদ্য ব্রহ্মই। আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি, ব্রহ্ম যেন আমাকে প্রত্যাখ্যান না করেন; তাঁর সঙ্গে আমার এবং আমার সঙ্গে তাঁর সম্পর্ক নিত্যসম্বন্ধযুক্ত হোক, অবিচ্ছেদ্য হোক, সেই পরমাত্মায় সততনিষ্ঠ আমার মধ্যে উপনিষদের বাক্যসমূহ মূর্ত হয়ে উঠুক। ওঁ আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক - এই ত্রিবিধ বিঘ্নের বিনাশ হোক।

(4) ওঁ বাঙ্মে মনসি প্রতিষ্ঠাতা

মনো মে বাচি প্রতিষ্ঠিতম্, আবিরাবীর্ম এধি।

বেদস্য ম আণীস্থঃ, শ্রুতং মে মা প্রহাসীঃ, অনেন অধীতেন অহোরাত্রান্

সংদধামি, ঋতং বদিষ্যামি, সত্যং বদিষ্যামি, তৎ মাম্ অবতু

তৎবক্তারম্ অবতু, অবতু মাম্, অবতু বক্তারম্ অবতু বক্তারম্।

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।।

( - ঐতরেয় উপনিষদ্‌)[৫]

অর্থাৎ, আমার বাক্য মনে প্রতিষ্ঠিত হোক, আমার মন বাক্যে প্রতিষ্ঠিত হোন। হে স্বপ্রকাশ ব্রহ্ম, (আপনি) আমার নিকট প্রকাশিত হোন। (হে বাক্য ও মন তোমরা) আমার নিকট বেদার্থ আনয়নে সমর্থ হও। শ্রুত বিষয় যেন আমাকে ত্যাগ না করে। এই অধ্যয়ন অবলম্বনে আমি দিনরাতকে সংযোজিত করব। আমি মানসিক সত্য বলব, বাচনিক সত্য বলব। ব্রহ্ম আমায় রক্ষা করুন, আচার্যকে রক্ষা করুন; আমায় রক্ষা করুন, আচার্যকে রক্ষা করুন। আচার্যকে রক্ষা করুন। ওঁ আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক - এই ত্রিবিধ বিঘ্নের বিনাশ হোক।


Shanti Mantra in Bengali from Vedas


(5) ওঁ শং নো মিত্রঃ শং বরুণঃ

শং নো ভবত্বর্যমা।

শং নো ইন্দ্রো বৃহস্পতিঃ।

শং নো বিষ্ণুরুরুক্রমঃ।

নমো ব্রহ্মণে।

নমোস্তে বায়ো।

ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি।।

ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি।

ঋতং বদিষ্যামি।

সত্যং বদিষ্যামি। তন্মামবতু।

তদ্বক্তারমবতু।

অবতু মাম।

অবতু বক্তারম।

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।।

( - তৈত্তিরীয় উপনিষদ্‌ ১।১) [৬]

অর্থাৎ, ভক্তের প্রতি স্নেহশীল মিত্রদেব আমাদের প্রতি সুখদায়ক হোন, বরুণদেব সুখপ্রদ হোন, অর্যমা সুখদায়ক হোন, ইন্দ্র ও বৃহস্পতি আমাদের আনন্দ দান করুন, জগদ্ব্যাপক উরুক্রম বিষ্ণু আমাদের সুখ দান করুন। ব্রহ্মরূপী বায়ুকে নমস্কার।হে বায়ু, আপনিই প্রত্যক্ষ ব্রহ্ম, আপনাকে নমস্কার। আপনি ঋতস্বরূপ বলে আপনাকে ঋত বলব। আপনি সত্যস্বরূপ। হে সর্বাত্মা ব্রহ্ম, আপনি আমাকে রক্ষা করুন; ব্রহ্ম-বক্তাকে রক্ষা করুন। আমাকে রক্ষা করুন; ব্রহ্ম-বক্তাকে রক্ষা করুন। ওঁ আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক - এই ত্রিবিধ বিঘ্নের বিনাশ হোক।


Shanti Mantram Lyrics in Bengali


(6) ওঁ তচ্ছং যোরাবৃণীমহে। গাতুং যজ্ঞায়।

গাতুং যজ্ঞপতয়ে। দৈবীঃ স্বস্তিরস্তু নঃ।

স্বস্তির্মানুষেভ্যঃ। ঊধ্বং জিগাতু ভেষজম।

শং নো অস্তু দ্বিপদে। শং চতুষ্পদে।

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।।

অর্থাৎ, মঙ্গলময় ব্রহ্মকে আমরা বরণ করি। তাঁকে যজ্ঞে স্তুতি করার জন্য যজ্ঞপতি বিষ্ণুকে আমরা বরণ করি। আমাদের আধিদৈবিক বিষয়ে শান্তি হোক। মানুষের সঙ্গে সকল সম্পর্ক শুভ হোক। ঊর্ধলোক সম্বন্ধে হিতকর গান হোক। মানুষ, পক্ষী ও গবাদি পশুসকলের মঙ্গল হোক। ওঁ আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক - এই ত্রিবিধ বিঘ্নের বিনাশ হোক।


আরো জানতে এখানে ক্লিক করুন: Shanti mantra with bengali meaning/শান্তি মন্ত্র অনুবাদ ,   HINDI SHIV TANDAV ,   তুলসী পত্র চয়ন মন্ত্রঃ ,   শ্রী দুর্গাস্তোত্রম্ | Durga Stotram ,   श्रीमद्भगवद्‌गीता - पहला अध्याय - अर्जुनविषादयोग ,   শ্রীবৈষ্ণব-প্রণাম,   শ্রীকৃষ্ণ প্রণাম,   গায়ত্রী প্রণাম মন্ত্র

ওঁ অসতো মা সদ্গময়

তমসো মা জ্যোতির্গময়।

মৃত্যোর্মামৃতং গময়।

( - বৃহদারণ্যক উপনিষদ্‌ ১।৩।২৮)

আবিরাবীর্ম এধি।।

( - ঐতরেয় উপনিষদ্‌, শান্তিপাঠ)

রুদ্র যত্তে দক্ষিণং মুখং,

তেন মাং পাহি নিত্যম্।

অর্থাৎ, অসত্য থেকে আমাকে সত্যে নিয়ে যাও, অন্ধকার থেকে আমাকে জ্যোতিতে/আলোতে নিয়ে যাও, মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে যাও। হে স্বপ্রকাশ, আমার নিকটে প্রকাশিত হও। রুদ্র, তোমার যে প্রসন্নমুখ তার দ্বারা আমাকে সর্বদাই রক্ষা করো।


অথর্ববেদীয় শান্তিমন্ত্র সম্পাদনা


ওঁ ভদ্রং কর্ণেভিং শৃণুয়াম দেবাঃ

ভদ্রং পশ্যেমাক্ষভির্য জত্রাঃ

স্থিরৈঃ অঙ্গৈঃ তুষ্টু বাংসঃ তনুহভিঃ।

ব্যশেম দেবহিতং যৎ আয়ুঃ।

ওঁ স্বস্তি নো ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ।

স্বস্তি নঃ পূষা বিশ্বদেবাঃ।

স্বস্তি নোস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিঃ।

স্বস্তি নো বৃহস্পতির্দধাতু

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।।

( - ঋগ্বেদ ১।৮৯।৮, ৬)[২]

অর্থাৎ, হে দেবগণ, আমরা যেন কান দিয়ে কল্যাণবচন শুনি; হে যজনীয় দেবগণ, আমরা চোখ দিয়ে যেন সুন্দর বস্তু দেখি; সুস্থদেহের অধিকারী হয়ে আজীবন আমরা যেন তোমাদের স্তবগান করে দেবকর্মে নিয়োজিত থাকি। বৃদ্ধশ্রবা ইন্দ্র আমাদের মঙ্গল করুন; সকল জ্ঞানের আধার ও জগতের পোষক পূষা আমাদের মঙ্গল করুন; অহিংসার পালক তার্ক্ষ্য (গরুড়) আমাদের মঙ্গল করুন। ওঁ আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক - এই ত্রিবিধ বিঘ্নের বিনাশ হোক।


ওঁ সর্ব্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্ব্বে সন্তু নিরাময়াঃ।

সর্ব্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাক্ ভবেৎ॥

ওঁ নন্দন্তু সর্ব্বভূতানি নিরাতঙ্কানি সন্তু চ।

প্রীতিরস্তু পরস্পরং সিদ্ধিরস্তু চ কর্ম্মণাম্॥

ওঁ স্বস্ত্যস্তু নিত্যশো রাজ্ঞঃ শং প্রজাভ্যস্তথৈব চ।

স্বস্ত্যস্তু দ্বিপদে নিত্যং শান্তিরস্তু চতুষ্পদে॥

ওঁ শান্তিরস্তু নো দেবস্য ভূর্ভুবঃ স্বঃ শিবং তথা।

সর্ব্বতঃ শান্তিরস্তু নঃ সৌম্যা ভূতানি চৈব হি॥

ওঁ ত্বং দেব জগতঃ স্রষ্টা পাতা দৈবতমেব হি।

প্রজাঃ পালয় দেবেশ শান্তিং কুরু জগৎপতে॥

ওঁ যো ময়ি স্নিহ্যতি তস্য শিবমস্তু সদা ভুবি।

যশ্চ মাং দ্বেষ্টি লোকেহস্মিন্ সোহপি ভদ্রাণি পশ্যতু॥

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ হরিঃ ওঁ।


অর্থঃ সকলের মঙ্গল হোক্, সকলে হোক নীরোগ। সকলে শুভ দেখুক্, কেউ যেন দুঃখ না পায়॥ আনন্দিত হোক্ সকল প্রাণী, আতঙ্কশূন্য হোক্ সকলে। প্রীতি হোক্ পরস্পরে, সিদ্ধি হোক সকল কর্মের। মঙ্গল হোক্ রাজার প্রত্যহ, শুভ হোক্ সকল প্রজার। স্বস্তি বিরাজিত থাকুক্ সকল মানবে, শান্তি হোক চতুষ্পদের॥ শান্তি হোক্ দেবতার, ভূঃ ভুবঃ স্বঃ এই ত্রিলোকের হোক্ মঙ্গল। সর্বত্র শান্তি হোক্ আমাদের, শান্ত হোক্ জীবসকল॥ হে দেব! তুমি জগতের স্রষ্টা, হে দেব! তুমিই সকলের পালয়িতা। হে দেবেশ! সকল প্রজাকে পালন কর, হে জগদীশ! শান্তি কর সকলের॥ যে আমাকে স্নেহ করে, তাঁর মঙ্গল হোক্ সর্বদা এই ভূতলে। এ সংসারে যে আমাকে দ্বেষ করে, সেও শুভ দর্শন করুক॥ আমাদের ত্রিবিধ দুঃখের নাশ হোক।


Shanti mantra Bengali


ওম সর্বেসাম স্বস্তি ভবতু ।

সর্বেসাম শান্তিঃ ভবতু ।

সর্বেসাম পূর্ণম ভবতু ।

সর্বেসাম মঙ্গলম ভবতু ।

সর্বে ভবন্তু সুখীনাঃ ।

সর্বে সান্তু নিরামায়ঃ ।

সর্বে ভদ্রানি পশ্যন্তু ।

মা কসচিদ দুঃখ- ভাগভবেত্ ।

ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

অর্থঃ সর্বত্র স্বস্তি, শান্তি, সম্পদের পূর্ণতা আসুক। সকলের মংগল হোক, রোগের নিরাময় হোক, সব জায়গায় প্রশান্তি বিরাজ করুক এবং সকলের সকল দুঃখ দূর হোক। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।


ওঁ স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ।

স্বস্তি ন-স্তার্ক্ষ্যােরিষ্টনেমিঃ স্বস্তি নো বৃহস্পতির্দধাতু ॥

ওঁ স্বস্তি, ওঁ স্বস্তি, ওঁ স্বস্তি ॥ (অথর্ববেদীয় শান্তিমন্ত্র)

ওঁ দ্যৌঃ শান্তিরন্তরিক্ষং শান্তিঃ পৃথিবী শান্তিরাপঃ শান্তিরোষধয়ঃ

শান্তিঃ বনস্পতয়ঃ শান্তিবির্শ্বে দেবাঃ শান্তিঃ ব্রহ্মশান্তিঃ

সর্বং শান্তিঃ শান্তিরেব শান্তিঃ সা মা শান্তিরেধি।

ওঁ শান্তি ওঁ শান্তি ওঁ শান্তি

(শুক্ল যজুর্বেদ ৩৬/১৭)


শান্তি মন্ত্র পাঠ বাংলায় || shanti mantra in Bengali Lyrics


শান্তি মন্ত্র

========


ওঁ সুরাস্ত্বামভিষিঞ্চন্তুব্রহ্মবিষ্ণুমহেশ্বরাঃ।

বাসুদেবো জগন্নাথস্তবা সঙ্কর্ষণো বিভুঃ।।

প্রদ্যুম্নশ্চানিরুদ্ধশ্চ ভবন্তু বিজয়ায় তে।

ওঁ আখণ্ডলোহগ্নির্ভগবান্‌ যমো বৈ নৈঋর্তস্তথা।।

বরুণঃ পবনশ্চৈব ধনাধ্যক্ষস্তথা শিবঃ।

ব্রহ্মণা সহিতঃ শেষো দিক্‌পালাঃ পান্তু তে সদা।।

ওঁ কীর্ত্তিলক্ষ্মীর্ধৃতিমেধা শ্রদ্ধা পুষ্টিঃ ক্ষমা মতিঃ।

বুদ্ধিলর্জ্জা বপুঃ শান্তিস্তুষ্টিঃ কান্তিশ্চ মাতরঃ।

এতাস্ত্বামভিষিঞ্চন্তু ধর্মপত্ন্যঃ সমাগতাঃ।।

ওঁ আদিত্যশ্চন্দ্রমা ভৌমো বুধজীবসিতার্কজাঃ।

গ্রহাস্ত্বামভিষিঞ্চন্তু ভাহুঃ কেতুশ্চ তপিতাঃ।।

ওঁ ঋষয়ো মুনয়ো গাবো দেবমাতর এব চ।

দেবপত্ন্যো ধ্রুবা নাগা দৈত্যাশ্চাপ্সরসাং গণাঃ।

অস্ত্রাণি সর্বশস্ত্রাণি রাজানো বাহনানি চ।

ঔষধানি চ রত্নানি কালস্যাবয়বাশ্চ যে।।

ওঁ সরিতং সাগরাঃ। শৈলাস্তীর্থানিজলদা নদাঃ।

দেবদানবগন্ধর্ব্বা যক্ষরাক্ষসপন্নগাঃ।

এতেত্বামভিষিঞ্চন্তু ধর্ম্মাকামার্থ সিদ্ধয়ে।

ॐ শান্তি ॐ শান্তি ॐ শান্তি.

আরো জানতে এখানে ক্লিক করুন: মহিষাসুরমর্দিনী স্ত্রোত্রম্ ,   HINDI SHIV TANDAV ,   Shreemad Bhagawat Geeta in Bengali,   श्रीमद्भगवद्‌गीता - पहला अध्याय - अर्जुनविषादयोग

💐💐💐💐💐

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.